শ্রীলংকার বিভিন্ন মহল দেশ ও জনগণের মৌলিক স্বার্থ বিবেচনা করে সমস্যা কাটিয়ে উঠবে: চীনা মুখপাত্র
2022-07-11 18:53:37

জুলাই ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন।

তিনি বলেন, শ্রীলঙ্কা পরিস্থিতির সর্বশেষ অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং সহযোগী অংশীদার হিসাবে চীন আশা করে যে, শ্রীলঙ্কার সব মহল দেশ ও জনগণের মৌলিক স্বার্থ বিবেচনা করে সমস্যাগুলো কাটিয়ে উঠবে এবং সামাজিক স্থিতিশীলতা, আর্থিক পুনরুদ্ধার এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করবে।

লিলি/তৌহিদ/শুয়ে