চীনের পররাষ্ট্রমন্ত্রীর ‘জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে’ অংশগ্রহণের অবস্থা জানিয়েছেন চীনা মুখপাত্র
2022-07-11 19:01:45

জুলাই ১১: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ‘জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে’ অংশগ্রহণের অবস্থা অবহিত করেছেন।

তিনি বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় কাউন্সিলার ওয়াং ই বলেছেন, বিশ্বের শান্তি ও উন্নয়ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমাদের উচিত প্রকৃত বহুপক্ষবাদে অটল থাকা। পারস্পরিক সম্মান, আলোচনা, সহাবস্থান এবং সহযোগিতার কল্যাণ বাস্তবায়ন করা।

ওয়াং ই বলেন, বিশ্বে একটি ব্যবস্থা আছে; তা হল জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা। একটি শৃঙ্খলা আছে, তা হল আন্তর্জাতিক আইন-ভিত্তিক শৃঙ্খলা। নিজ দেশের নিরাপত্তাকে অন্য দেশের ওপর রাখলে, সামরিক জোট জোরদার করলে- আন্তর্জাতিক সমাজে বিচ্ছিন্নতা বাড়বে।

(শুয়েই/তৌহিদ/লিলি)