আজ চীনে পালিত হচ্ছে নৌ পরিবহন দিবস
2022-07-11 11:20:29

জুলাই ১১: আজ (সোমবার) পালিত হচ্ছে চীনের ১৮তম নৌ পরিবহন দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হলো ‘নৌ পরিবহনে সবুজ নিম্ন কার্বন-ডাই-অক্সাইডের উন্নয়ন’।

এ উপলক্ষ্যে চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত বিভিন্ন ধরনের উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

চীনের নৌ পরিবহন পরিষদের সহকারী উপপ্রধান চাং বাও ছেন বলেন, চীনের নৌ পরিবহন দিবসের প্রভাব বাড়াতে প্রথমবারের মতো ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। চলতি বছর এ দিবসের ফোরাম, সেমিনার, জনপ্রিয় বিজ্ঞান প্রযুক্তি কার্যক্রম এবং নৌ পরিবহন বিজ্ঞান প্রযুক্তি মেলা আয়োজন করা হবে।

চীনের পরিবহন মন্ত্রণালয়ের নৌ পরিবহন ব্যুরোর উপপ্রধান ই জি ইয়োং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সবুজ নিম্ন কার্বন-ডাই-অক্সাইডের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে চীন, তাই নৌ পরিবহনে পরিবেশ সংরক্ষণে দূষণমুক্তি কার্যকর হয়েছে। সবুজ ও পরিচ্ছন্ন জ্বালানি সম্পদের প্রয়োগ মানদন্ড ও বিধি চালু হয়েছে। ফলে জাহাজ ও বন্দরের দূষণ প্রশাসনও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের শেষ দিকে চীনের নৌ পরিবহন ক্ষমতা ৩৫ কোটি টন তথা বিশ্বের দ্বিতীয় স্থানে পৌঁছায়।

 (সুবর্ণা/এনাম/রুবি)