চীন-পাকিস্তান ‘ওশান গার্ডিয়ান-২’ যৌথ সামুদ্রিক মহড়ার উদ্বোধন
2022-07-11 16:17:49

জুলাই ১১: চার দিনব্যাপী চীন-পাকিস্তান ‘ওশান গার্ডিয়ান-২’ যৌথ সামুদ্রিক মহড়া গতকাল (রোববার) শাংহাই শহরের উসোং-য়ের একটি সামরিক বন্দরে শুরু হয়েছে। নৌবাহিনীর মুখপাত্র লিউ উয়েন শেং বলেন, এবারের যৌথ মহড়া হল বার্ষিক পরিকল্পনা অনুযায়ী চীন ও পাকিস্তানের নৌবাহিনীর তৈরি একটি স্বাভাবিক ব্যবস্থা, আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং তৃতীয় কোনো পক্ষ এর লক্ষ্য নয়।

 

‘ওশান গার্ডিয়ান-২’ যৌথ সামুদ্রিক মহড়ার উদ্দেশ্য হলো দু’পক্ষের প্রতিরক্ষা সহযোগিতা জোরালো করা, পেশাগত প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় করা, দু’দেশ ও দু’দেশের বাহিনীর ঐতিহ্যবাহী মৈত্রী গভীরতর করা এবং চীন-পাকিস্তান সার্বক্ষণিক কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্কের উন্নয়ন বেগবান করা।

যৌথ মহড়ায় যুদ্ধ পরিকল্পনা, পেশাদার ও প্রযুক্তিগত বিনিময়, যৌথ সাবমেরিন-বিরোধী, যৌথ সরবরাহ, ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য যৌথ সহায়তা এবং যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

লিলি/তৌহিদ/শুয়ে