‘ইতালির উত্পত্তি—প্রাচীন রোমান সভ্যতা প্রদর্শনীর’ উদ্বোধনীতে চীন ও ইতালির প্রেসিডেন্টদ্বয়ের অভিনন্দন
2022-07-10 18:58:54

জুলাই ১০: আজ (রোববার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইতালির প্রেসিডেন্ট মাতারেল্লা ‘ইতালির উত্পত্তি—প্রাচীন রোমান সভ্যতা প্রদর্শনীর’ উদ্বোধনী অনুষ্ঠানে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেছেন, চীন ও ইতালি পূর্ব এবং পশ্চিমা সভ্যতার অসামান্য প্রতিনিধি। এবার ‘প্রাচীন রোমান সভ্যতা প্রদর্শনী’ রঙিন ও মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে ইতালীয় সংস্কৃতির গভীর ঐতিহ্য প্রদর্শন করবে। আশা করা যায়- ‘চীন-ইতালি সংস্কৃতি ও পর্যটন বর্ষের’ সুযোগ কাজে লাগিয়ে সভ্যতার আদান-প্রদান এবং পারস্পরিক শিক্ষার প্রচার এবং জনগণের বন্ধন উন্নত করা এবং চীন-ইতালি সম্পর্ক উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগাবে।

মাতারেল্লা বলেন, সাংস্কৃতিক সহযোগিতা হলো ইতালি-চীন বন্ধুত্বের গুরুত্বপূর্ণ অংশ। কোভিড-১৯ মহামারীর পটভূমিতে, ইতালি চীনে ‘প্রাচীন রোমান সভ্যতা প্রদর্শনী’ এবং ইতালি-চীন সংস্কৃতি ও পর্যটনবর্ষের কার্যক্রম আয়োজন করেছে, যা প্রমাণ করে যে- দু’দেশের সম্পর্কের গভীর উন্নয়ন হয়েছে। বর্তমান আন্তর্জাতিক সমাজ অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। সংহতি ও সহযোগিতার মাধ্যমে একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যেতে পারে। বিশ্বাস করা হয় যে, ইতালি ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে এবং যৌথভাবে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)