চীন সম্পর্কে মিথ্যাচার তৈরি করাই যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের সত্যিকার হুমকি: সিএমজি সম্পাদকীয়
2022-07-10 18:31:57

জুলাই ১০: সিএমজি সম্পাদকীয় বলেছে, বাস্তবতা প্রমাণ করে যে, চীন সম্পর্কে মিথ্যাচার তৈরি করাই যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের সত্যিকার হুমকি।

চীন ও জার্মানি গত বৃহস্পতিবার প্রায় ২০ কোটি ইউরো মূল্যের ১০টি বাণিজ্যিক সহযোগিতা প্রকল্পে বড় চুক্তি স্বাক্ষর করেছে। যা চীনের বৈদেশিক পুঁজির আস্থার আরেকটি উদাহরণ। তবে, তার আগের দিন, লন্ডনে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন এফবিআই-এর প্রধান ক্রিস্টোফার রাই এবং ব্রিটেনের এমআই৫-এর প্রধান কেন ম্যাককাল্যাম যৌথভাবে হুঁশিয়ারি করে বলেন যে, চীন অর্থনৈতিক গোয়েন্দা এবং হ্যাকিংয়ের মাধ্যমে পশ্চিমা দেশের মেধাস্বত্ত্ব চুরি করেছে। চীন হল সবচেয়ে বড় দীর্ঘস্থায়ী হুমকি।

মানুষের এখনো মনে আছে, গত বছর মার্কিন গোয়েন্দাসংস্থা করোনাভাইরাসের উত্স অনুসন্ধান করেছে। তবে, সারা বিশ্ব এতে হেসেছে। চলতি বছর মার্কিন গোয়েন্দাসংস্থা আবারও ব্রিটেনের গোয়েন্দা সংস্থাকে নিয়ে চীন-বিরোধী আচরণ করছে, বিশ্বের সঙ্গে চীনের অর্থনৈতিক সহযোগিতা নষ্ট করতে চেয়েছে। আবারও তা ব্যর্থ হয়েছে।

চীনের বিরুদ্ধে প্রযুক্তি চুরি করার অভিযোগ করলেও মার্কিন গোয়েন্দা সংস্থা কোনো  প্রমাণ দেয় নি।

বিশ্ব মেধাস্বত্ত্ব সংস্থার প্রকাশিত বিশ্বের উদ্ভাবনী সূচকের তালিকা থেকে জানা যায়, চীনের স্থান ২০১২ সালের ৩৪তম থেকে উন্নত হয়ে ২০২১ সালের ১২তম স্থানে এসেছে। চীন সফলভাবে উদ্ভাবনী দেশের সারিতে প্রবেশ করেছে।

 

 (শুয়েই/তৌহিদ/লিলি)