মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের প্রতিশ্রুতি পালন করা উচিত্: সিএমজি সম্পাদকীয়
2022-07-10 16:43:40

জুলাই ১০: বর্তমান মেয়াদের মার্কিন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বারবার চীন-মার্কিন সম্পর্কের জন্য একটি ‘গার্ডরেল’ স্থাপন করার দাবি জানিয়েছে। কিন্তু, ‘গার্ডরেল’ মানে কি? মার্কিন পক্ষ তা ব্যাখ্যা করেনি। দেশটির একতরফা সংজ্ঞায়িত করার অধিকারও নেই।

গতকাল (শনিবার) বালি দ্বীপে অনুষ্ঠিত চীন-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বিশ্বকে জানিয়েছে যে, চীন-মার্কিন সম্পর্কের ‘গার্ডরেল’ আসলে অনেক আগে থেকেই আছে। যুক্তরাষ্ট্রের ‘গার্ডরেল’ শক্তিশালী করার জন্য কার্যকরভাবে দায়িত্ব পালন করা উচিত্ বলে সিএমজি সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এবারে বালি দ্বীপে জি-২০ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের পর চীন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত হলো। এটি হলো এক মাসের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের মধ্যে পঞ্চম দফা বিনিময়- যা গত বছরের নভেম্বর মাসে চীন-মার্কিন নেতাদ্বয়ের সম্পাদিত মতৈক্য বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতাও বটে।

আসলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের শুরুতেই আলাপ আলোচনার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ‘গার্ডরেল’ স্থাপন করা হয়েছিলো।

৫০ বছর চীন এই ‘গার্ডরেল’ সুরক্ষার সর্বাত্মক চেষ্টা করেছে। তবে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং তাইওয়ানের মাধ্যমে চীনকে দমন করছে। ফলে চীন ও মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচে জরুরি কাজ হলো চীনের প্রতি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে চাইলে অবশ্যই নিজের প্রতিশ্রুতি পালন করা উচিত্। আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি অনুসারে চীন-মার্কিন সম্পর্কে সত্যিকার ‘গার্ডরেল’ স্থাপন করা উচিত বলে মনে করে সিএমজি সম্পাদকীয়।

লিলি/তৌহিদ/শুয়ে