জলবায়ু সংকটসহ তিনটি ক্ষেত্রে জরুরি বহুজাতিক অভিযান চালাতে গুতেরহিসের আহ্বান
2022-07-10 16:41:32

জুলাই ১০: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস ৮ জুলাই ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি-২০ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া ভাষণে বলেন, আন্তর্জাতিক সমাজের জলবায়ু সংকটসহ তিনটি ক্ষেত্রে জরুরি বহুজাতিক অভিযান চালানো উচিত্। বহুপক্ষবাদ শান্তিপূর্ণ বিশ্ব গঠনের একমাত্র পদ্ধতি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জলবায়ু সংকট হলো একটি জরুরি ব্যাপার। বিভিন্ন দেশের উচিত নবায়নযোগ্য জ্বালানি বিপ্লব শুরু করা। বর্তমান অগ্রাধিকারমূলক কর্তব্য হল ‘জীবাশ্ম জ্বালানির উপর বিশ্বের নির্ভরতা শেষ করা’। সেই লক্ষ্যে এই বছর থেকে উন্নয়নশীল দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে ধনী দেশগুলোকে।

গুতেরহিস আরও বলেন- খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকট হলো দ্বিতীয় ক্ষেত্র, যেখানে জরুরি বহুপাক্ষিক পদক্ষেপ প্রয়োজন। বিশ্বের খাদ্য ও জ্বালানির বাজার স্থিতিশীল করে তোলা এবং উন্নয়নশীল অর্থনৈতিক সত্তাকে সমর্থন করতে আন্তর্জাতিক সমাজের প্রতি সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানানা তিনি।

লিলি/তৌহিদ/শুয়ে