জাপানের ২৬তম সিনেট নির্বাচনের ভোটদান শুরু
2022-07-10 16:38:29

জুলাই ১০: জাপানের ২৬তম সিনেট নির্বাচন আজ (রোববার) ভোট শুরু হয়েছে। মোট ৫৪৫জন প্রার্থী ১২৫টি আসনে পুনঃনির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিন সারাদেশে ৪৬ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এদিন সন্ধ্যায় রিয়েল-টাইম ভোট গণনা করা হবে এবং পরদিন সকালে চূড়ান্ত গণনার ফলাফল ঘোষণা করা হবে।

জাপানের সিনেট নির্বাচন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয় এবং প্রতিবার অর্ধেক আসনে পুননির্বাচন হয়।

লিলি/তৌহিদ/শুয়ে