২০২২ সালের প্রথমার্ধে জাতীয় পরিবেশগত মান উন্নত হচ্ছে
2022-07-10 16:39:50

জুলাই ১০: চীনের প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা গতকাল (শনিবার) জানায় যে, ২০২২ সালের প্রথমার্ধে চীনের প্রাকৃতিক পরিবেশের গুণগত মান উন্নত হয়েছে। কিন্তু ওজন স্তরের ঘনত্ব গত বছরের অনুরূপ সময়ের তুলনায় বেড়েছে এবং ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চলে এবং ফেনওয়েই সমভূমি অঞ্চলে হাওয়ার গুণগত মান গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে।

 

চলতি বছরের প্রথমার্ধে চীনের বাতাসের গুণগত মান সামগ্রিকভাবে উন্নত হয়েছে। পিএম ২.৫-এর ঘনত্ব প্রতি ঘন মিটার ৩২ মাইক্রোগ্রাম এবং যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৫.৯ শতাংশ কম।

 

প্রথমার্ধে চীনের ভূপৃষ্ঠের পানির পরিবেশগত মান উন্নত হয়েছে। তা ছাড়া, দেশের মাটির পরিবেশগত অবস্থা, ভূগর্ভস্থ জলের পরিবেশগত মান, প্রাকৃতিক পরিবেশগত অবস্থা এবং শহরাঞ্চলের শব্দ-দূষণের মান সাধারণত স্থিতিশীল রয়েছে।

লিলি/তৌহিদ/শুয়ে