‘চীনের ডিজিটাল অর্থনীতি উন্নয়নের শ্বেতপত্র’ প্রকাশিত
2022-07-09 15:42:53

জুলাই ৯: চায়না একাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি গতকাল (শুক্রবার) ‘চীনের ডিজিটাল অর্থনীতির উন্নয়নের শ্বেতপত্র’ প্রকাশ করেছে। শ্বেতপত্রে দেখা যায়, চীনের শিল্পের ডিজিটালাইজেশন ডিজিটাল অর্থনীতির ৮০ শতাংশেরও বেশি এবং ডিজিটাল অর্থনীতির কাঠামো আরও সুষ্ঠু হয়েছে।

শ্বেতপত্রে বলা হয়, ২০১২ সাল থেকে চীনের ডিজিটাল অর্থনীতির গড় বার্ষিক বৃদ্ধির হার ১৫.৯ শতাংশ; যা একই সময়ের গড় জিডিপি বৃদ্ধির হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ব্রডব্যান্ড ইন্টারনেট, ফাইভ-জি এবং শিল্প ইন্টারনেট এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ২০২১ সালে ডিজিটাল অর্থনীতির মাত্রা ৪৫.৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে; যা তার আগের বছরের অনুরূপ সময়ের চেয়ে ১৬.২ শতাংশ বেশি। ডিজিটাল অর্থনীতি বিকাশের প্রধান চালিকাশক্তি হয়েছে শিল্প খাতের ডিজিটালাইজেশন। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, অতীতে চীনের ডিজিটাল অর্থনীতির বিকাশ ই-কমার্স খাতে ভোক্তা ইন্টারনেটের ওপর নির্ভরশীল ছিল। সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল অর্থনীতিতে শিল্প খাতের ইন্টারনেটের শক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

লিলি/তৌহিদ/শুয়ে