রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্বে জ্বালানি সম্পদের বাজারে ‘বিপর্যয়’ ঘটাতে পারে: পুতিন
2022-07-09 15:51:31

জুলাই ৯: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (শুক্রবার) বলেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে তা বিশ্বে জ্বালানি সম্পদের বাজারে ‘বিপর্যয়কর ফলাফল’ ঘটাতে পারে।

এদিন রাশিয়ার একটি সরকারি সম্মেলনে পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলির রাশিয়ান জ্বালানি সম্পদ প্রতিস্থাপনের চেষ্টায় প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে এবং ভোক্তাদের জ্বালানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। এটি নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলির জন্য আরও বেশি ক্ষতির কারণ হবে।

পুতিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক চাপ’ ব্যর্থ হয়েছে, তবে পশ্চিমা নিষেধাজ্ঞা রুশ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। “আমাদের আত্মবিশ্বাস থাকা দরকার, তবে ব্যক্তিগত শিল্প এবং শ্রমবাজারের জন্য এখনও ঝুঁকি রয়েছে।”

তিনি আরও বলেন, “সরকার বর্তমানে রেল, সমুদ্র এবং পাইপলাইন অবকাঠামো উন্নত করছে, যাতে বন্ধুত্বপূর্ণ দেশগুলিতে রাশান তেল ও পেট্রো-পণ্য সরবরাহ করা যায়।”

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)