৫ বছর নির্মাণের পর তিব্বতের জাদুঘর চালু হয়েছে
2022-07-09 16:18:34

জুলাই ৯: পাঁচ বছরব্যাপী নির্মাণের পর গতকাল (শুক্রবার) তিব্বতের জাদুঘর আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০১৭ সালের অক্টোবর মাসে এর পুনর্গঠন ও সম্প্রসারণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। নতুন জাদুঘরটি পুরানোটির ভিত্তিতে সম্প্রসারণ করা হয়েছে এবং ভবনটির চেহারা ঐতিহ্যবাহী তিব্বতি স্থাপত্য অনুসরণে তৈরি করা হয়েছে।

তিব্বত জাদুঘরে থাংকা, চীনামাটির বাসন, জেড এবং সিল্ক কাপড়সহ ৫ লাখ ২০ হাজার সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সংগৃহীত হয়েছে।

 

লিলি/তৌহিদ/শুয়ে