বহুপক্ষবাদ জোরালো এবং খাদ্যের সরবরাহ চেইন পুনরুদ্ধার নিশ্চিত করতে জি-২০ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান
2022-07-09 15:37:08

জুলাই ৯: দুই দিনব্যাপী জি-২০ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন গতকাল (শুক্রবার) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শেষ হয়েছে। খাদ্য সরবরাহ চেইনের পুনরুদ্ধারের সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে বহুপাক্ষিকতা জোরদার করার আহ্বান জানিয়েছে।

 

সম্মেলনের পর অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মার্সুদি বলেন, সম্মেলনে অংশগ্রহণকারীরা এই একমত হয়েছেন যে, বহুপক্ষবাদ হলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার শ্রেষ্ঠ উপায়। বিশ্বকে জরুরিভাবে বহুপাক্ষিকতা শক্তিশালী করতে হবে। বহুপাক্ষিকতার সাফল্য নিশ্চিত করার জন্য রাজনৈতিক ইচ্ছা এবং বৈশ্বিক সহযোগিতা অপরিহার্য।

তিনি আরো বলেন, সম্মেলনে অংশগ্রহণকারীরা খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির ওপর মনোযোগ দিয়েছে। যা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করতে পারে। বিশ্বের জরুরি খাদ্য সরবরাহ চেইনের ব্যাঘাত মোকাবেলা করতে হবে। ইউক্রেন ও রাশিয়ার শস্য বিশ্ব বাজারে প্রবেশ করানো অনেক গুরুত্বপূর্ণ।

লিলি/তৌহিদ/শুয়ে