সিরিয়ার মানবিক ত্রাণের সময় প্রকাশ করা উচিত: চীনা প্রতিনিধি
2022-07-09 15:36:58

জুলাই ৯: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (শুক্রবার) বলেছেন, নিরাপত্তা পরিষদের উচিত সিরিয়ায় উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহের সময় ঘোষণা করা।

চীনা প্রতিনিধি চাং বলেন, আন্তর্জাতিক মানবিক ত্রাণ-ব্যবস্থা হল সিরিয়ার বিশেষ পরিস্থিতিতে নেওয়া অস্থায়ী ব্যবস্থাপনা। নিরাপত্তা পরিষদের উচিত বর্তমান পরিস্থিতি অনুযায়ী সময়মত এসব ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা এবং সংশ্লিষ্ট কাজের সমন্বয় করা।

চাং চুন বলেন, সিরিয়ার মানবিক পরিস্থিতি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। চীন সবসময় জাতিসংঘ ও আন্তর্জাতিক সমাজের ন্যায়সঙ্গত নীতির ভিত্তিতে সিরিয়ার জনগণকে মানবিক ত্রাণের ক্ষেত্রে সমর্থন করে। চীন বিভিন্ন পদ্ধতিতে সিরিয়াকে সহায়তা দিচ্ছে।

চাং চুন বলেন, চীন বহুবার ঘোষণা করেছে যে, সিরিয়ার মানবিক সমস্যা সমাধানে সিরিয়ার সার্বভৌমত্ব ও সিরিয়া সরকারের ভূমিকাকে সম্মান করতে হবে।

চীন আবারও সংশ্লিষ্ট দেশকে দ্রুত সিরিয়ার বিরুদ্ধে নেওয়া একতরফা অবরোধ প্রত্যাহার করা এবং সিরিয়ার মানবিক অভিযানে সর্বাত্মক সুবিধা দেওয়ার তাগিদ দেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এতে ভূমিকা রাখা উচিত।

(শুয়েই/তৌহিদ/লিলি)