মার্কিন নারীদের গর্ভপাতের অধিকার সংরক্ষণে ইউরোপীয় সংসদের আহ্বান
2022-07-08 11:02:14

জুলাই ৮: গতকাল (বৃহস্পতিবার) ইউরোপীয় সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনে ৩২৪-১৫৫ ভোটে একটি প্রস্তাব গৃহীত হয়, যাতে যুক্তরাষ্ট্রকে নারীদের গর্ভপাতের অধিকার সংরক্ষণের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ২৪শে জুন মার্কিন সুপ্রিম কোর্ট পাঁচ দশক আগের 'রো বনাম ওয়েড' নামে পরিচিত মামলার যুগান্তকারী রায় পাল্টে দেয়। সুপ্রিম কোর্ট তার নতুন রায়ে বলেছে, মার্কিন নারীদের গর্ভপাতের অধিকার সাংবিধানিক নয়; দেশের প্রতিটি  অঙ্গরাজ্য এ ব্যাপারে নিজস্ব আইন প্রণয়ন করতে পারবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)