মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উচিত অন্ধকার থেকে বেরিয়ে আসা: চীনা মুখপাত্র
2022-07-08 14:24:04


জুলাই ৮: একদল মার্কিন রাজনীতিবিদ সবসময় ‘চীনা হুমকি তত্ত্ব’ প্রচার ও চীনের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে। একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বক্তব্যেও ছিল ঠাণ্ডাযুদ্ধের মানসিকতার প্রতিফলন। তাঁর মতো গোয়েন্দা কর্মকর্তার উচিত অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসা। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মহাপরিচালকের সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন।

চাও বলেন,  যুক্তরাষ্ট্র সবেমাত্র তার ২৪৬তম স্বাধীনতা দিবস পালন করেছে। স্বাধীন হবার পর থেকে দেশটি মাত্র ১৬ বছর যুদ্ধ-বিগ্রহ থেকে দূরে ছিল। বাকি সময় বিশ্বের কোথাও না কোথাও যুদ্ধের আগুন জ্বালিয়ে রেখেছে দেশটি। যুক্তরাষ্ট্রকে তাই ‘ইতিহাসের সবচেয়ে  যুদ্ধপ্রিয় দেশ’ আখ্যায়িত করা যেতে পারে।

মুখপাত্র বলেন, নিজের আধিপত্য ও স্বার্থ টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র বারবার জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করে আসছে। অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নিজের আধিপত্য ধরে রাখতে দেশটি বারবার অন্য দেশের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং বিভিন্ন দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। এ থেকে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্রই বৈশ্বিক শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। এ প্রেক্ষাপটে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উচিত নিজেদের মানসিকতা সংশোধন করা ও চীনের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো বন্ধ করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)