আপন আলোয়-৭৬
2022-07-08 20:06:23

 

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে শিল্পী মহাদেব ঘোষ।

 


 চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল কনসার্ট

ছবি: কনসার্টে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা

সুর লহরীর উত্তাল আওয়াজ। একই রঙের পোশাকে সারিবদ্ধ শিল্পীরা। একের পর এক চলছে বাদক দলের সুর তরঙ্গের খেলা।

চীনের কমিউনিস্ট পার্টির ১০১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি বেইজিংয়ে এই কনসার্টের আয়োজন করা হয়।  

সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হয়। কনসার্টে বিভিন্ন স্তরের পাঁচ শো’র বেশি রাজনৈতিক কর্তাব্যক্তি উপস্থিত ছিলেন।

ক্লাসিক ও মৌলিক কিছু গানের মধ্য দিয়ে চীনা জাতির পুনর্জাগরণ এবং সিপিসি’র প্রচেষ্টার ইতিহাস উঠে আসে কনসার্টে। চীনে লাল রঙকে চেতনার বহিঃপ্রকাশ মনে করা হয়। 

আর রিহার্সাল প্রক্রিয়াটি কেবল ক্লাসিক কাজের পর্যালোচনাই নয়, পার্টির ইতিহাস শেখার একটি অবিস্মরণীয় অভিজ্ঞতাও উল্লেখ করেছেন কনসার্টে পারফর্ম করা শিল্পীরা। এ প্রসঙ্গে শিল্পী লিয়াও চ্যাংইয়ং বলেন, ‘লাল আমাদের নতুন চীনের একটি সংজ্ঞায়িত রঙ। আজ, আমরা এ গানগুলো গাইছি যা লাল চীনের চেতনাকে প্রকাশ করে। আর এখানে অংশ নেয়ার অভিজ্ঞতাও ছিল দারুণ।’  

কনসার্টে অংশ নেয়া শিল্পীরা কমিউনিস্ট পার্টিকে শুভ কামনা জানান। সিপিসি ভবিষ্যতে আরো ভালো করবে এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।

এই কানসার্টটি চায়না সেন্ট্রাল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এই অনুষ্ঠানটি সম্প্রচারে 4K/8K UHD প্রযুক্তি ব্যবহার করেছে।

 

অন্তরঙ্গ আলাপন

মহাদেব ঘোষ: নন্দিত শিল্পী, শিক্ষক ও সংগঠক

ছবি: শিল্পী মহাদেব ঘোষ

বাংলাদেশ বেতার ও টেলিভিশন বিশেষ গ্রেডভুক্ত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মহাদেব ঘোষ।

রবীন্দ্রসংগীত সংগঠন রবিরশ্মির প্রতিষ্ঠাতা ও বর্তমানে এর পরিচালক তিনি। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থায় দায়িত্ব পালন করেছেন যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে।

বর্তমানে তিনি বুলবুল ললিত কলা একাডেমির (বাপা) উপাধ্যক্ষ ও রবীন্দ্রসংগীত বিভাগের সিনিয়র শিক্ষক। দীর্ঘ ৩৩ বছর তিনি অধ্যাপনা করেছেন কেরাণীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজে।

রবীন্দ্রসংগীতের পাশাপাশি ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্তের গান ও শ্যামা সংগীত করে থাকেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের গানে রয়েছে তাঁর বিশেষ আগ্রহ। দেশের বেতার-টিভি-মঞ্চের পাশাপাশি আমন্ত্রিত হয়ে সংগীত পরিবেশন করেছেন ভারত, কুয়েত ও অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশ ও ভারত থেকে তাঁর ৭টি রবীন্দ্রসংগীতের অ্যালবাম বেরিয়েছে। সংগীতশিল্পী ও শিক্ষক হিসেবে দেশবিদেশে নানা সম্মাননায় ভূষিত হয়েছেন মহাদেব ঘোষ।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন তাঁর দীর্ঘ সংগীত জীবনের। স্মরণ করেছেন সংগীত গুরুদের। জানালেন রবিরশ্মির কার্যক্রম সম্পর্কে। আর রবীন্দ্রসংগীতের পাশাপাশি শুনিয়েছেন রজনীকান্ত আর হেমন্তের গান।

 

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।