যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক এখনও শক্তিশালী: বাইডেন (ছবি)
2022-07-08 14:25:27

জুলাই ৮: স্থানীয় সময় ৭ই জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের  মধ্যে বিশেষ সম্পর্ক ‘দৃঢ় ও দীর্ঘস্থায়ী’ এবং ব্রিটিশ সরকারের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে তাঁর প্রশাসন।

এবিসি বলেছে, বাইডেন স্পষ্টভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের নাম বা তার পদত্যাগের কথা উল্লেখ করেননি। তিনি বলেছেন, ইউক্রেন পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কনজারভেটিভ পার্টির নেতার পদ ত্যাগ করেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণাও দেন। তবে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)