সলোমন দ্বীপপুঞ্জের সাথে সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক চীন: চাও লি চিয়ান
2022-07-08 19:05:57


জুলাই ৮: গতকাল (বৃহস্পতিবার) সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী সেদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বলেছেন, চীন হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জের নতুন অংশীদার। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এখনো তিন বছর হয়নি, তবে চীন সলোমন দ্বীপপুঞ্জের উন্নয়নে সাহায্য করার আন্তরিকতা প্রকাশ করেছে এবং ইতোমধ্যে সলোমন দ্বীপপুঞ্জের বিশ্বস্ত অংশীদারে পরিণত হয়েছে। এ জন্য সলোমন দ্বীপপুঞ্জ চীনের প্রতি কৃতজ্ঞ। 


এ প্রসঙ্গে আজ বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, দু’দেশের সম্পর্ক অব্যাহতভাবে এগিয়ে নিতে আগ্রহী চীন।


তিনি বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন যুগের ধারার সাথে সঙ্গতিপূর্ণ এবং দু’দেশের গণকল্যাণের সাথেও সঙ্গতিপূর্ণ। তার শক্তিশালী প্রাণশক্তি ও ব্যাপক ভবিষ্যত রয়েছে। 

(আকাশ/এনাম/রুবি)