যুক্তরাষ্ট্রের উচিত মহাকাশসংশ্লিষ্ট নেতিবাচক তত্পরতা বন্ধ করা: চীনা মুখপাত্র
2022-07-08 10:20:51

জুলাই ৮: যুক্তরাষ্ট্রের উচিত চীনের দিকে মিথ্যা অভিযোগের আঙ্গুল তোলার আগে, মহাকাশ-গবেষণাসংশ্লিষ্ট নেতিবাচক আচরণ বন্ধ করা এবং মহাকাশ খাতে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করা। চীনের মহাকাশ-কর্মসূচি সম্পর্কে নাসার প্রশাসক বিল নেলসনের সাম্প্রতিক নেতিবাচক বক্তব্যের জবাবে গতকাল (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।

মুখপাত্র বলেন, গত ৫ই জুলাই নাসার ওই কর্মকর্তা দাবি করেন যে, চীনের মহাকাশ-গবেষণা সশস্ত্রবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এবং মার্কিন মহাকাশ-গবেষণা শান্তিপূর্ণ, উন্মুক্ত ও সব দেশের অংশগ্রহণে বেসামরিক প্রকল্প। অথচ মার্কিন কর্মকর্তার এ মন্তব্য পুরোপুরি মিথ্যা। যুক্তরাষ্ট্রই মহাকাশে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করে থাকে।

মুখপাত্র আরও বলেন, নাসা-র সাথে মার্কিন সামরিক পক্ষের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নাসার অনেক কর্মকর্তা সশস্ত্রবাহিনীতে ছিলেন। এমনকি, খোদ বিল নেলসনও মার্কিন বাহিনীতে কাজ করেছেন।

চীনা মুখপাত্র দাবি করেন, তাঁর দেশ বরাবরই শান্তিপূর্ণ মহাকাশ-গবেষণায় বিশ্বাসী। চীন মহাকাশ-গবেষণা খাতে ব্রিক্সভুক্ত দেশসমূহ, সৌদি আরব, জার্মানি ও সুইডেনসহ অনেক দেশের সাথে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে এবং এসব সহযোগিতায় সাফল্যও অর্জিত হয়েছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)