উত্তর তিব্বত: যাযাবরের নতুন জীবন
2022-07-08 17:09:59

জুলাই ৮: ২০০৬ সাল থেকে তিব্বতে কৃষক ও পশুপালকদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় খামারঘর পুনর্নির্মাণ করা হয়, যাযাবরদের জন্য বসতি স্থাপন করা হয়। এগুলোর লক্ষ্য ছিল দারিদ্র্যবিমোচন। ২০১২ সালের  সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যন্ত, উত্তর তিব্বত মালভূমির নাছুই অঞ্চলে আবাসন প্রকল্পে ৩.০২ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। ৮৪৯৭১টি পরিবার নতুন বাড়ি পেয়েছে এবং ৩.৬ লাখ  কৃষক ও পশুপালক উপকৃত হয়েছেন। নাছুই অঞ্চলের ৪.০৯ লাখ কৃষক ও পশুপালকের মধ্যে প্রায় ৯০ শতাংশের শান্তিতে বসবাসের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।

(ইয়াং/আলিম/ছাই)