রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি-আলোচনায় রাজি: পুতিন
2022-07-08 10:45:12

জুলাই ৮: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের সঙ্গে আবারও শান্তি-আলোচনায় বসতে চায়। তবে, এক্ষেত্রে যত দেরি হবে, আলোচনা তত কঠিন হবে। তিনি গতকাল (বৃহস্পতিবার) দেশের বিভিন্ন পার্টির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন।

তিনি বলেন, বিগত কয়েক দশক ধরেই রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো “খুবই আক্রমণাত্মক” আচরণ করে আসছে। তারা রাশিয়ার ইউরোপে সমান নিরাপিত্তা ব্যবস্থাসংক্রান্ত প্রস্তাব এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব অগ্রাহ্য করেছে। ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগকেও তারা আমলে নেয়নি। 

পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের শুরুই ছিল পশ্চিমা দেশগুলোর পরাজয়। এ অভিযান শুরুর মাধ্যমে আমেরিকান স্টাইলের ওয়ার্ল্ড অর্ডারের পতনও শুরু হয়ে গেছে। (প্রেমা/আলিম/ছাই)