জুলাই ৮: চীন বহু জাতির দেশ। এ দেশে অগণিত লোক দাবা খেলেন। আর তিব্বতি দাবার রয়েছে দীর্ঘ ইতিহাস। তিব্বতি দাবার বিভিন্ন ধরনও আছে। সব বয়সের পুরুষ, নারী ও শিশু দাবা খেলেন। দাবা তিব্বতি জাতির সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের তিব্বতি দাবা সমিতি সাম্প্রতিক বছরগুলোতে তিব্বতি দাবা সুরক্ষা ও বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এখন তিব্বতের অনেক প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে তিব্বতি দাবার ক্লাস চালু হয়েছে। সব বয়সের তিব্বতি দাবা খেলোয়াড়ের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
(ইয়াং/আলিম/ছাই)