চীনের কৌশলের সঠিক বোঝাপড়া দরকার যুক্তরাষ্ট্রের
2022-07-08 17:22:00

জুলাই ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন, চীন আশা করে, যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠ এবং যুক্তিবাদী কণ্ঠস্বর মনোযোগ দিয়ে শুনবে এবং চীনের কৌশলের সঠিক বোঝাপড়া করে সঠিক সিদ্ধান্ত নেবে।

 

সম্প্রতি মার্কিন-চীন সম্পর্কের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান মরিস গ্রিনবার্গ ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে বলেছেন, ‘মার্কিন-চীন সম্পর্ক বিশ্বে সবেচয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। বর্তমানে চীনের সঙ্গে সম্পর্কের  উন্নয়ন করা আগের যে কোন সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে বেশি সঙ্গতিপূর্ণ’।

 

চাও লি চান গ্রিনবার্গের সাথে একমত হয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র  বিশ্বের বৃহত্তম দুটি অর্থনৈতিক সত্তা ও পরস্পরের গুরুত্বপূর্ণ  বাণিজ্যিক অংশীদার হিসেবে দু’দেশের অর্থনীতিতে রয়েছে গভীর সংমিশ্রণ।

 

তিনি আরও বলেন, আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে উভয়ের কল্যাণ চীন-মার্কিন অভিন্ন স্বার্থের ছোট একটি অংশ। গেল কয়েক দশকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন প্রমাণ করে, সহযোগিতা হল চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের একমাত্র সঠিক উপায়। বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক গুরুত্বপূর্ণ একটি চৌরাস্তায় দাঁড়িয়ে আছে এবং আশা করা যায়, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে তাল মিলিয়ে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার নীতি বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব দ্বিপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনবে। (শিশির/এনাম)