‘ডিং ডিং’ ট্রামে চড়ে হংকংয়ে ঘুরে বেড়াবো
2022-07-08 11:06:07

বিপরীতমুখী ডবল-ডেকার ট্রামকারটি ধীর গতিতে চলে, সমৃদ্ধ ব্লক এবং সময়-সম্মানিত রাস্তার মধ্য দিয়ে চলে। প্রতিটি স্টপের আগে ট্রামগুলো এমন ‘ডিং ডিং’ শব্দ করে। তাই সেগুলো ‘ডিং ডিং’ নামেও পরিচিত। হংকংয়ের একটি অনন্য শহরের প্রতীক। হংকংয়ের ট্রাম ১৯০৪ সাল থেকে পরিষেবা দেওয়া শুরু করে। এখন পর্যন্ত এর ১১৮ বছরের ইতিহাস রয়েছে।

বর্তমানে হংকংয়ের মোট ১৬৫টি ডাবল-ডেকার ট্রাম রয়েছে এবং বহরটি প্রতিদিন গড়ে দুই লাখ যাত্রী পরিবহন করে। হংকংয়ের ট্রাম আনুষ্ঠানিকভাবে গিনেস অ্যাওয়ার্ডে নাম লিখিয়েছে।

সম্প্রতি হংকংয়ের প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে আজকের ভিডিওতে ‘ডিং ডিং’ ট্রামে চড়ে হংকংয়ের রাস্তায় ঘুরে বেড়াবো।