মহাকাশে আটটা-ছয়টা অফিস করছেন নভোচারীরা
2022-07-08 19:51:36

জুলাই ৮: গত ৫ জুন সকালে চীনের ‘শেন চৌ-১৪’ মহাকাশযান সাফল্যের সঙ্গে উত্ক্ষেপণ করা হয়েছে।

 

তাতে চড়ে ছেন তোং, লিউ ইয়াং ও ছাই স্যু চে তিনজন নভোচারী চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন।

 

সে সময় থেকে এক মাস পার হয়েছে। বর্তমানে মহাকাশ স্টেশনের স্থিতিশীল কাজ চলছে।

 

মজার বিষয় হচ্ছে যে, নভোচারীরা মহাকাশে সপ্তাহে ছয়দিন অফিস করেন। সকাল আটটায় শুরু করে বিকাল ছয়টায় শেষ করে ডিনার করেন। অফিসের সময় তারা জালানার বাইরের পরিস্থিতি, নিয়মিত শারীরিক ব্যায়াম, ও প্রযুক্তিগত পরীক্ষা চালান।

 (রুবি/এনাম/শিশির)