হংকংয়ের ভবিষ্যত নতুন প্রজন্মের হাতে
2022-07-08 20:48:21

মাতৃভূমি ও হংকংয়ের ভবিষ্যত নতুন তরুণ প্রজন্মের উপর নির্ভর করছে। লি ওয়ে চে বরাবরই সি চিন পিং দাদা’র এই উত্সাহ মনে রাখেন। হংকংয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২০তম বার্ষিকী উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি চিন পিং হংকং পরিদর্শন করেন। ২০১৭ সালের ২৯ জুন সি চিন পিং হংকংয়ের সি চিউ সাংস্কৃতিক অঞ্চলে ‘হংকংয়ের রাজপ্রাসাদ সাংস্কৃতিক যাদুঘর গঠনবিষয়ক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। সে সময় ১০ বছর বয়সী লি ওয়েন চে ও ১১ বছর বয়সী লু রুই হুই একসাথে প্রেসিডেন্ট সি চিন পিং’র জন্য চীনের ঐতিহ্যবাহী অপেরা পরিবেশন করেন। প্রেসিডেন্ট সি দুজন তরুণ পরিবেশকের চমত্কার পরিবেশনায় মুগ্ধ হয়েছেন। বয়স কম হলেও তাদের অপেরায় মূল স্বাদ রয়েছে বলে প্রশংসা করেন প্রেসিডেন্ট সি।

 

লি ওয়ে চে স্মরণ করে বলেন, ‘সি দাদাকে দেখতে পেয়ে তিনি খুব খুশি ও উত্তেজিত হয়েছিলেন। তবে প্রেসিডেন্ট সি’র আন্তরিক ও হাসিমাখা মুখ দেখে তিনি দ্রুত শান্ত হয়ে পড়েন। তিনি বলেন, প্রেসিডেন্ট সি’র হাসি মুখ যেন তার দাদার মতো।  লি ওয়েন চে আরও বলেন, প্রেসিডেন্ট সি সে সময় আমাকে বলেছেন, ‘তোমরা ইয়ু অপেরাকে এত পছন্দ করো। তাই হংকংয়ের ইয়ু অপেরা ধারণ করা সম্ভব হয়েছে এবং চীনের চমত্কার ঐতিহ্যবাহী সংস্কৃতির আছে দৃঢ় প্রাণশক্তি’। প্রেসিডেন্ট সি’র এ কথা আমাকে খুব উত্সাহিত করেছে। এরপর আমি আরও ভালো পরিবেশনার জন্য পরিশ্রম চালিয়ে আসছি।

 

 মাতৃভূমিতে প্রত্যাবর্তনের পর থেকে ঐতিহ্যবাহী সংস্কৃতি হংকংয়ে নতুন উন্নয়ন সাধিত হয়েছে। ২০০৯ সালে ইয়ু অপেরা ইউনেস্কো’র অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

সি চিন পিং’র উল্লেখিত হংকংয়ের রাজপ্রাসাদ সাংস্কৃতিক যাদুঘর গত ১ জুলাই মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে ভিক্টরিয়া বন্দরের তীরে প্রতিষ্ঠিত হয়েছে। আরও বেশি তরুণ হংকংবাসী চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির অনুরাগী হয়েছে। লি ওয়েন চে মনে করেন, হংকংয়ের রাজপ্রাসাদ সাংস্কৃতিক যাদুঘর খোলা হলে তিনি সেখানে দীর্ঘ প্রসারিত চীনা সভ্যতা সম্পর্কে জানতে ঘুরতে যাবেন।