‘অলৌকিক ঘটনা’
2022-07-08 17:28:24

সুই রু ইউন, ভেলেন সুই, চীনের তাইওয়ানের পপ সঙ্গীতশিল্পী, গীতিকার, লেখিকা এবং অভিনেত্রী। তার গানে জীবন সম্পর্কে তাঁর নিজের অনুভূতি প্রকাশ পায়। চলুন, তার অ্যালবাম ‘অলৌকিক ঘটনা’-র কয়েকটি গান শোনা যাক।

সুই রু ইউন, ভেলেন সুই, পূর্বে সুই হোং সিউ নামে পরিচিত ছিলেন। তিনি ১৯৭৪ সালের ২০ই সেপ্টেম্বর চীনের তাইওয়ান অঞ্চলের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তাইওয়ানের পপ গায়িকা, গীতিকার, লেখিকা এবং চলচ্চিত্র ও টেলিভিশনের অভিনেত্রী হিসেবে তিনি নাম করেছেন।

যারা ৭০-এর দশকে জন্মগ্রহণ করেছেন, তারা বিশেষ করে সুই রু ইউনের গান খুব পছন্দ করেন। "যদি মেঘ জানে", "একক অপেরা" এবং "শুনতে ভালো লাগে"-র মতো গানে তিনি তাঁর গায়কীর মেজাজ দেখিয়েছেন। তার কণ্ঠ অনন্য। তাঁর একটি নিজস্ব স্টাইল আছে। তাঁর স্টাইল শ্রোতাদের আকর্ষণ করে। তাঁর সুন্দর কন্ঠস্বর, দক্ষতা এবং অনন্য শৈলী তাকে চীনা সঙ্গীতের জগতে খ্যাতি এনে নিয়েছে। তাঁর গানের ভাবার্থ বুঝতে পারলে শ্রোতাদের মনে অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়।

সুই রু ইউনের একটি মার্জিত ও কোমল ব্যক্তিত্ব রয়েছে। তাঁর একটি শান্ত ও সাহসী হৃদয় রয়েছে। তিনি "ছোট রাজকন্যা" নন, বরং একজন "বিশিষ্ট মেয়ে"। তিনি স্বাধীন ও স্ব-উন্নতিশীল। তিনি জনপ্রিয় হওয়ার পর, খ্যাতির অতলে তলিয়ে যাননি, বরং সঙ্গীতের মাধ্যমে জীবনের প্রতি তাঁর আসল অনুভূতি প্রকাশ করা, ভালবাসা ও ঘৃণা প্রকাশ করার সাহস দেখানো অব্যাহত রেখেছেন।

"অলৌকিক" হল সুই রু ইউনের ২০১৪ সালের ৩১শে অক্টোবর প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট ১০টি গান রয়েছে। ২০১৪ সালে সুই রু ইউন এই অ্যালবামের জন্য প্রথম কিউকিউ মিউজিক বার্ষিক উত্সবে "বর্ষের সবচেয়ে জনপ্রিয় গীতিকার ও গায়কের পুরস্কার" জিতে নেন।

"অলৌকিক" অ্যালবামটি প্রস্তুত করতে তিন বছর সময় লেগেছে। সুই রু ইউন নিজেই পুরো অ্যালবামের হার্মোনি তৈরি করেছেন। এই অ্যালবামটি তৈরী করা এতো কঠিন ছিল যে, তিনি মাঝখানে বলতে গেলে হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু অবশেষে তার বন্ধুদের সমর্থনে তিনি অ্যালবামটি তৈরী করতে সক্ষম হন।

"বিস্মৃতি" হলো চলচ্চিত্র "দ্য ফাইভ ইয়ারস দ্যাট ওয়াজ স্টোলেন" (চুরি যাওয়া ৫ বছর)-এর জন্য তৈরী একটি গান। গানের শিরোনাম "বিস্মৃতি" আর চলচ্চিত্রের ‘স্মৃতিভ্রংশ’-এর মধ্যে মিল আছে। "বিস্মৃতি" গানের কথাগুলো সুন্দর। সুই রু ইউন গভীরভাবে নারীদের-ভালোবাসতে চান, কিন্তু ভালোবাসতে পারেন না; আবার ভুলে যেতে চান, কিন্তু ছেড়ে দিতে পারেন না- এমন অনুভূতি প্রকাশ করতে চেয়েছেন।

যখন সুই রু ইউন "দেখা করা সবচেয়ে কঠিন" রেকর্ড করছিলেন, ঠিক তখনই তিনি তাঁর নিজের জীবনে প্রেমের দেখা পান। গানটি প্রেমের মেজাজ নিয়ে লেখা। তাই, প্রেমে পড়ার পর সুই রু ইউন এ অনুভব বুঝতে পারেন এবং তিনি খুব সুন্দরভাবে এ গানের অর্থ প্রকাশ করতে পেরেছেন। তার ঘনিষ্ঠ বান্ধবী লি শিন চিয়ে "দরদ দিয়ে তোমার কথা ভাবি" গানটির কথা লিখেছেন এবং তার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

অ্যালবামের সর্বাধিক জনপ্রিয় গানগুলো "দেখা করা সবচেয়ে কঠিন", "ফেলে রাখা জীবন" এবং "দরদ দিয়ে তোমার কথা ভাবি"। এসব গান সুই রু ইউনের কণ্ঠে বেশ জমেছে। এই গানগুলোর সাথে সুই রু ইউনের গাওয়া আগের গানগুলোর সবচেয়ে বড় পার্থক্য হলো, এগুলোতে সাহিত্যের স্বাদ বেড়েছে, যা পুরো অ্যালবামের একটি বিশিষ্ট মেজাজ।

অ্যালবাম "অলৌকিক" সাধারণ অর্থে মূলধারার কাজ নয়, বরং এটি সুই রু ইউনের সংগীতের অবস্থা তুলে ধরেছে। অ্যালবামটি স্বাতন্ত্রের রঙে পূর্ণ এবং একটি খুব আবেগপূর্ণ আমেজ সৃষ্টি করতে পারে। যারা ভালবাসতে চায় কিন্তু পারে না, তাদের জটিল আবেগ ব্যাখ্যা করতে পেরেছেন তিনি তাঁর গানে।

 (স্বর্ণা/আলিম)