চীন-ইইউ সম্পর্ক জোরদারে একমত দুপক্ষ
2022-07-08 17:00:05


জুলাই ৮: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বালি দ্বীপে জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে  ইইউ কূটনীতি ও নিরাপত্তা নীতি-বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধির সাথে সাক্ষাত করেছেন। 


সাক্ষাতে ইইউ প্রতিনিধি জানান, ইইউ বরাবরই মনে করে, ইউরোপ ও চীনের মধ্যে মতবিরোধের চেয়ে অভিন্ন স্বার্থ অনেক বেশি। ইইউ দৃড়ভাবে একচীন নীতি মেনে চলতে ইচ্ছুক এবং চীনের সাথে আরো বেশি কৌশলগত সমন্বয় ও সহযোগিতা চালাতে আগ্রহী। 


ওয়াই ই বলেন, চীন ও ইইউ’র সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক বজায় রেখে সংলাপ ও যোগাযোগার প্রবণতা অব্যাহত রাখা উচিত। কঠোর ও জটিল চ্যালেঞ্জের মুখে দু’পক্ষের উচিত বৈপরিত্য নয়, অভিন্ন মিল খুঁজা, পারস্পরিক কল্যাণ বজায় রাখা, বহুপক্ষবাদ রক্ষা করা, এবং বিচ্ছিন্নতাকে বর্জন করা। 


ইউক্রেন বিষয়ে ওয়াং ই বলেন, বিভিন্ন পক্ষের উচিত সবপক্ষের যুক্তিসঙ্গত উদ্বেগ মোকাবিলা করা এবং সমূলে যুদ্ধের সম্ভাবনা দূর করা। এ পর্যন্ত চীনের সবপ্রচেষ্টা শান্তি ও আলোচনা বাস্তবায়নকে কেন্দ্র করে চলে আসছে।

 

(আকাশ/এনাম/রুবি)