সমৃদ্ধির সোনার ম্যানিব্যাগে পরিণত হয়েছে ছোট সুবাসিত থলি
2022-07-08 20:45:34

ছোট সুবাসিত থলি থেকে বড় ব্যবসা। চীনের মধ্য অঞ্চলের চিয়াং সু প্রদেশের মা ছুয়াং গ্রামবাসী ছোট সুবাসিত থলি থেকে সমৃদ্ধ হওয়ার বাণিজ্যিক সুযোগ খুঁজে বের করেছেন। আজকে আমরা এ সম্পর্কিত গল্প শুনবো।

 

২০১৭ সালের ১২ ডিসেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চিয়াং সু প্রদেশের স্যু চৌ শহরের মা চুয়াং গ্রাম পরিদর্শন করেন। গ্রামটিতে সুবাসিত থলি  তৈরির কক্ষে প্রেসিডেন্ট সি গ্রাসবাসীদের তৈরি নানা ধরণের সুবাসিত থলি দেখেন এবং গ্রাসবাসী ওয়াং সিউ ইং’র কাছ থেকে একটি থলি ক্রয় করেন। সে থলির ভিতরে ছিল ঐতিহ্যগত চীনা ওষুধ।

 

ওয়াং সিউ ইং সে দিনের কথা স্মরণ করে বলেন, সে দিন বিকেলে আমি আগের মতো কক্ষে থলি তৈরিতে ব্যস্ত ছিলাম। প্রেসিডেন্ট সি চিন পিং কক্ষটিতে প্রবেশ করেন এবং সবার সাথে আন্তরিকভাবে কথা বলেন। আমাদের হাতে তৈরি ঐতিহ্যবাহী থলি দেখে তিনি প্রশংসা করেন। আমি প্রেসিডেন্ট সিকে জানাই, যে থলিতে ঐতিহ্যগত চীনা মেডিসিন থাকে, সেগুলোর ভালো বিক্রি হয়। প্রতিবছর থলি বিক্রি করে আমার নেট আয় হয় ২ লাখ ইউয়ানেরও বেশি।

 

“স্যু চৌ থলি” চীনের জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার। ওয়াং সিউ ইং বলেন, আমি সারা জীবন ধরে থলি তৈরি করে আসছি। অতীতে আমি পারিবারিক আয় বাড়ানো এবং ভালো জীবন কাটানোর জন্য এ কাজ করেছি। প্রেসিডেন্ট সি চিন পিং যেভাবে আমার শিল্পকর্মের প্রশংসা করেছেন, তা থেকে আমি উত্সাহিত এবং সচেতন হয়েছি যে, আমি ভালোভাবে জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার ধারণ করবো এবং আমাদের গ্রামবাসীদের সমৃদ্ধ ও সুন্দর জীবন উন্নয়ন বেগবান করবো।

 

আমার নিজের একটি থলি তৈরির স্টুডিও রয়েছে। পার্শ্ববর্তী গ্রাসবাসী, প্রতিষ্ঠানের কর্মী, মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষার্থী, এমনকি বিদেশী বন্ধুরাও থলি তৈরির কৌশল শিখতে আসেন। এ শিল্পকর্ম আরও প্রসারিত করতে চাই আমি।

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পরিদর্শনের সময় বলেছেন, বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প ও অর্থনীতির উন্নয়ন করা হচ্ছে কৃষি ও গ্রাম আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারঁ এ নির্দেশনায় সাম্প্রতিক বছরগুলোতে আমাদের গ্রামে শিল্পকলা সহযোগিতা সংস্থা গঠিত হয়েছে। বর্তমানে থলি শিল্পকর্ম বিদেশ পর্যন্ত প্রসারিত হয়েছে। আমাদের গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের ৩০০ জনেরও বেশি গ্রামবাসী থলি তৈরি করছে। গত বছর মা চুয়াং গ্রামে থলি বিক্রির পরিমাণ ৮০ লাখ ইউয়ান ছাড়িয়েছে।