সিনচিয়াং নিয়ে গুজব যেভাবেই প্রকাশ করা হোক না কে, তা আখেরে গুজবই: চীনা মুখপাত্র
2022-07-08 10:46:08

জুলাই ৮: সিনচিয়াং নিয়ে যেসব গুজব ছাড়ানো হচ্ছে, সেগুলো যেভাবেই প্রকাশ করা হোক না কেন, তা আখেরে গুজবই। সিনচিয়াং সম্পর্কে একটি ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক মিথ্যাচার সম্পর্কে গতকাল (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।

তিনি বলেন, ২০২১ সালের মে মাস থেকে ব্রিটেনের শেফিল্ড হালাম বিশ্ববিদ্যালয়ের হেলেনা কেনেডি সেন্টার সিনচিয়াং নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করে। এতে সিনচিয়াংয়ে ‘জোরপূর্বক শ্রম’ আদায়ের অভিযোগ তোলা হয়। কিন্তু সম্প্রতি ‘চায়না ডেইলি’ পর্যবেক্ষণ ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে আবিষ্কার করেছে যে, রিপোর্টগুলো তৈরির পিছনে যারা আছেন, সন্ত্রাসী ও চরমপন্থিদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে। 

চীনা মুখপাত্র বলেন, বাস্তবমুখী ও বস্তুনিষ্ঠ তথ্যমাধ্যম ও ব্যক্তিবর্গের সরেজমিন তদন্ত ও পরিদর্শন থেকে সিনচিয়াংয়ের বাস্তব পরিস্থিতি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। এখন মানুষ সিনচিয়াং নিয়ে সৃষ্ট গুজব ও মিথ্যাচারের স্বরূপ বুঝতে পারেন। আন্তর্জাতিক সমাজের উচিত এসব গুজব ও মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া। (প্রেমা/আলিম/ছাই)