ন্যাটোকে পূর্বাঞ্চলে সম্প্রসারণের অপচেষ্টা বাদ দিতে হবে: চীন
2022-07-08 19:38:16

জুলাই ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) এক সাংবাদিক সম্মেলনে ন্যাটোর প্রতি ইচ্ছেমতো সংঘাত তৈরি এবং ইউরোপে বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা বাদ দেওয়ার তাগিদ দিয়েছেন।

 

জানা গেছে, জাতিসংঘের সাবেক এক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, ‘ন্যাটোর পূর্বাঞ্চলে সম্প্রসারণ এবং সংস্থাটিতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার চেষ্টার কারণে রাশিয়া-ইউক্রেন সংঘাত তৈরি হয়েছে। সংস্থাটির এ আচরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্ধারিত জাতিসংঘের বিশ্ব শান্তি  ও নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে’।

 

এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, সবাই জানেন, ন্যাটো একটি যুদ্ধ যন্ত্র। ন্যাটোর ইতিহাস সংঘাত তৈরি ও যুদ্ধ চালানোর ইতিহাস। স্নায়ুযুদ্ধের অবসান ঘটার পর বহু বছর পার হয়েছে, ন্যাটো ইতিহাসের মঞ্চ থেকে সরেনি। এখনও সংস্থাটি হাঙ্গামা তৈরি এবং বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ন্যাটো যুক্তরাষ্ট্রের আধ্যিপত্য সম্প্রসারণের যন্ত্রে পরিণত হয়েছে।

 

চাও আরও বলেন,  ন্যাটো অন্য দেশের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতাকে সম্মান করার দাবি করে, তবে তার প্রতিবারের তত্পরতায় অন্য দেশের সার্বভৌমত্ব ও খূভন্ডের অখন্ডতা লঙ্ঘিত হয়।  মানবাধিকারের অজুহাতে ন্যাটো নানা যুদ্ধ চালিয়েছে, যা অন্য দেশে মানবিক দুর্যোগ সৃষ্টি করেছে। একটি অসম্পূর্ণ পরিসংখ্যান থেকে জানা গেছে, কেবল ২০০১ সালের পর ন্যাটো চালিত ও অংশগ্রহণের  যুদ্ধে ৯ লাখ লোক নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে ৪ লাখ বেসামরিক মানুষ। কোটি কোটি মানুষ গৃহহারা হয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)