সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। কফি হাউসের আড্ডা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সামনে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের ২০তম জাতীয় সম্মেলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন এজন্য যে, চীনকে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশে রূপান্তরের কাজ বিশেষ সময়পর্বে প্রবেশ করেছে এবং চীন ‘দ্বিতীয় শতবর্ষ লক্ষ্য’ অর্জনের দিকে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। আজাকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব রুহিন হোসেন প্রিন্স। তিনি বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সাধারণ সম্পাদক। তাছাড়া, তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা, তেল- গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগঠক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদক এর দায়িত্বও পালন করেছেন বা করছেন। তাছাড়া, তিনি টেলিভিশন টক শো'র পরিচিত মুখ। জনস্বার্থে গনমাধ্যমে কথা বলা ও পত্রপত্রিকায় লেখালেখিও করেন। তিনি পৃথিবীর অন্তত: ১৫ টি দেশে বিভিন্ন আন্তর্জাতিক সভা সমাবেশে যোগ দিয়েছেন।চলুন আলাপ করি কমরেড রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে। (স্বর্ণা/আলিম/ছাই)