আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদারে একমত চীন ও যুক্তরাষ্ট্র
2022-07-07 17:17:43


জুলাই ৭: গত মঙ্গলবার সকালে চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হ্য ও মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের মধ্যে এক ভিডিও বৈঠক  অনুষ্ঠিত হয়েছে।  বৈঠকে দু’নেতা সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্বব্যাপী শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন। আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইয়ু থিং এসব তথ্য জানিয়েছেন।

স্যু ইয়ু থিং বলেন, দু’নেতা একমত হয়েছেন যে, বর্তমানে বিশ্ব অর্থনীতি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে। তাই চীন-যুক্তরাষ্ট্র সামষ্টিক নীতিগত সমন্বয় খুব তাত্পর্যপূর্ণ। বিশ্বব্যাপী শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষা করা চীন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের জন্য অনুকূল হবে।

 

 (রুবি/এনাম/শিশির)