মার্কিন অর্থনৈতিক অবরোধ মানবাধিকারের লংঘন: তেহরান
2022-07-07 17:04:49


জুলাই ৭: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র অন্য দেশের ওপর একতরফা অর্থনৈতিক অবরোধ আরোপ করে। তা প্রকাশ্য ও পদ্ধতিগত মানবাধিকার লংঘন। 


বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যন্ত্রকে অর্থনৈতিক সন্ত্রাসে পরিণত করেছে। তাতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লক্ষ্য বস্তবায়ন হয়। ইরানের ওপর  আরোপ করা যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ ও অর্থনৈতিক সন্ত্রাস ইরানের উত্পাদন, কর্মসংস্থান ও আয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। তাতে জনগণের আয় কমেছে এবং সামাজিক উন্নয়ন ধীর হয়েছে। 


ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মার্কিন ‘মানবধিকারের’ কপটতার নিন্দা করে বলেছেন, পশ্চিমারা মারাত্বক অস্ত্র ব্যবহার করে ইরাক ও আফগানিস্তানের জনগণকে হত্যা করাকে যুক্তরাষ্ট্রের মানবাধিকারের লংঘন মনে করছে না। 

(আকাশ/এনাম/রুবি)