মার্কিন অযৌক্তিক অবরোধের বিরোধিতা করে চীন
2022-07-07 17:05:33


জুলাই ৭: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান জানান, চীন বরাবরই দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবৈধ ও অযৌক্তিক একতরফা অবরোধের বিরোধিতা করে আসছে। 


চাও লি চিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ঘন ঘন অবরোধ আরোপ বন্ধের তাগিদ দিই আমরা। ইরান পরমাণু চুক্তি-বিষয়ক আলোচনায় যুক্তরাষ্ট্রকে ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানায় চীন’। 


তিনি আরো বলেন, চীনসহ আন্তর্জাতিক সমাজের আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের সাথে স্বাভাবিক সহযোগিতা চালানো হচ্ছে যুক্তিসঙ্গত ও বৈধ, তা তৃতীয় পক্ষের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে না। তাই এই সহযোগিতাকে অবশ্যই সম্মান ও রক্ষা করা উচিত। 

(আকাশ/এনাম/রুবি)