‘ভূমিকম্পদুর্গতদের জন্য পাঠানো ত্রাণসাহায্য চীন-আফগান মৈত্রীর প্রতীক’
2022-07-07 11:03:21

জুলাই ৭: আফগানিস্তানের ভূমিকম্পদুর্গতদের জন্য কয়েক দফায় পাঠানো চীনা ত্রাণসাহায্য দু’দেশের মৈত্রীর প্রতীক। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিবেশী ও আন্তরিক বন্ধু হিসেবে চীন সরকার ও জনগণ সবসময় আফগান দুর্গত অঞ্চলের জনগণের নিরাপত্তার ওপর মনোযোগ দিয়ে আসছে এবং সবার আগে সাড়া দিয়েছে। চীনের বিভিন্ন পর্যায়ের সরকার, চীনের রেডক্রস সোসাইটি, আফগানিস্তানে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা বিভিন্ন চ্যানেলে এখন পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ ইউয়ান মূল্যের মানবিক ত্রাণ দিয়েছে।

মুখপাত্র আরও বলেন, চীন গত ২ সপ্তাহে কয়েকবার বিমানযোগে বিভিন্ন ত্রাণসামগ্রী আফগানিস্তানে পাঠিয়েছে। ভবিষ্যতে চীনের সরকার ও জনগণ আফগানিস্তানে দুর্যোগোত্তর পুনর্গঠন এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের জন্য যথাসাধ্য সাহায্য দিয়ে যাবে। (প্রেমা/আলিম/ছাই)