চীন-মার্কিন যৌথ ইস্তাহার দ্বিপক্ষীয় সম্পর্কের খুঁটি
2022-07-07 17:16:56

জুলাই ৭: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা সম্প্রতি তথ্যমাধ্যমকে জানিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার মূল উদ্দ্যেশের অন্যতম হল দ্বিপক্ষীয় সম্পর্কের খুঁটি জোরদার করা এবং চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা যোগানো।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বৃহস্পতিবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র বার বার খুঁটির কথা উল্লেখ করে, দ্বিপক্ষীয় সম্পর্কের খুঁটি হলো  চীন-মার্কিন তিনটি  যৌথ ইস্তাহার।

তিনি বলেন, চীন-মার্কিন সম্পর্ক বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। তাই দু’পক্ষের উচিত্ পারস্পরিক সম্মান ও সহযোগিতার নীতি অনুসরণ করে দ্বিপক্ষীয় সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের সঠিক পথে ফিরে আসা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে তিনটি যৌথ ইস্তাহার এবং চীনকে দেয়া প্রতিশ্রুতি মেনে চলতে হবে। (শিশির/এনাম/রুবি)