চীনের পরিষেবা বাণিজ্যের স্থিতিশীল উন্নতি অব্যাহত
2022-07-07 18:40:17


জুলাই ৭: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছরের জানুয়ারি থেক মে পর্যন্ত সময়ে দেশের পরিষেবা বাণিজ্য স্থিতিশিল উন্নতির প্রবণতা বজায় রেখেছিল। তখন পরিষেবা আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ২.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়। তা গত বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি।  এর মধ্যে রপ্তানির পরিমাণ ১.১৫ ট্রিলিয়ন ইউয়ান বা ২৬.৩ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ ১.২১ ট্রিলিয়ন ইউয়ান বা ১৮.২ শতাংশ বেড়েছে। 


পাশাপাশি, জ্ঞান-নির্ভর পরিষেবা বাণিজ্যের স্থিতিশীল উন্নতি হয়েছে। একই সময়ে এ খাতের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ৯৮৮.৬৭ বিলিয়ন ইউয়ান তথা ১০ শতাংশ বেড়েছে। 


পর্যটন পরিষেবার আমদানি ও রপ্তানিও কিছুটা পুনরুদ্ধার হচ্ছে। একই সময়ে দেশের পর্যটন খাতে আমদানি ও রপ্তানির পরিমাণ ৩৩০.৮৪ বিলিয়ন ইউয়ান তথা ৭.৭ শতাংশ বেড়েছে। 


(আকাশ/এনাম/রুবি)