ইউরোপ এখন মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল: হু
2022-07-07 16:10:45

জুলাই ৭: স্থানীয় সময় গতকাল (বুধবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক টেড্রোস আধানম বলেছেন, এ যাবত্ বিশ্বের ৫৮টি দেশ ও অঞ্চলে ছয় হাজারের বেশি মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা ব্যক্ত করেন।

 

বর্তমানে বিশ্বের ৮০ শতাংশ মাঙ্কিপক্স রোগী ইউরোপের। আফ্রিকায় কোন কোন দেশে প্রথম বারের মতো মাঙ্কিপক্স ভাইরাস দেখা গেছে। মাঙ্কিপক্স মহামারি নিয়ে জরুরি সম্মেলন আয়োজন করবে বলে জানিয়েছে হু।

(শিশির/এনাম/রুবি)