জাপানের উচিত চীনের বিরুদ্ধে আগ্রাসনের ইতিহাসের দিকে ফিরে তাকানো: চীনা মুখপাত্র
2022-07-07 17:03:06

 

জুলাই ৭: জাপানের উচিত চীনের বিরুদ্ধে আগ্রাসনের ইতিহাস ফিরে দেখা। আজ (বৃহস্পতিবার) ঐতিহাসিক ‘৭ জুলাই’ ঘটনার ৮৫তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

 

চীনা মুখপাত্র বলেন, ১৯৩৭ সালের ‘৭ জুলাই’ জাপানের সামরিক শক্তি ‘লু কৌ ছিয়াও ঘটনার” জন্ম দিয়েছিল এবং সার্ভিকভাবে চীনে আগ্রাসন চালিয়েছিল। চীনা জনগণ অদম্য রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে চরম মন্দ আগ্রাসকদের পরাজিত করেছে। চীনা জনগণ জাপান-বিরোধী যুদ্ধে জয়ী হয়েছে। এটি চীনা কমিউনিস্ট পার্টির স্তম্ভময় ভূমিকায় অর্জিত হয়েছে। এটি ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধের বিজয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ বিজয় চীনা জনগণের পাশাপাশি বিশ্ববাসীর বিজয়।

 

চাও লি চিয়ান বলেন, চীন বরাবরই ‘ইতিহাসের আয়নায় ভবিষ্যতের দিকে তাকানোর’ চেতনায় চীন-জাপান সম্পর্কের উন্নয়ন করে আসছে। জাপানের প্রতি আগ্রাসী ইতিহাসের দিকে ফিরে দেখে, তা থেকে অভিজ্ঞতা গ্রহণ করে বাস্তব তত্পরতার মাধ্যমে শান্তিপূর্ণ উন্নয়ন পথে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করে বেইজিং।

 

(রুবি/এনাম/শিশির)