তাইওয়ান বরাবরই চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে স্পর্শকাতর ইস্যু: মুখপাত্র
2022-07-07 10:34:33


জুলাই ৭: তাইওয়ান বরাবরই চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি স্পর্শকাতর ইস্যু। সিনচিয়াং ইস্যুর ওপরও চীন বেশ গুরুত্ব দিয়ে থাকে। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

     জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে ওয়াং ই’র সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বৈঠকে তাইওয়ান ও সিনচিয়াং ইস্যু নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে চাও লি চিয়ান আরও বলেন, ‘একচীন নীতি’ এবং ‘চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইস্তাহার’ হলো চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। যুক্তরাষ্ট্রের অতীত ও বর্তমান প্রশাসনও এই বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতেও ‘স্বাধীন তাইওয়ান’ ধারণাকে সমর্থন না-করার বিষয় অন্তর্ভুক্ত আছে।

     মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত, চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহার মেনে চলা, ইতিহাসকে বদলে দেওয়ার অপচেষ্টা বাদ দেওয়া, ‘স্বাধীন তাইওয়ান’ ধারণার প্রতি সবধরনের পরোক্ষ ও প্রত্যক্ষ সমর্থন বন্ধ করা, এবং চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি মজবুত করার দিকে নজর দেওয়া।

     সিনচিয়াং ইস্যুতে মুখপাত্র চাও জোর দিয়ে বলেন, ‘সিনচিয়াংয়ে জোরপূর্বক শ্রম’ আদায়ের অভিযোগ চীনকে দাবিয়ে রাখার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের একটি বড় মিথ্যা।  যুক্তরাষ্ট্রের ‘উইগুরে জোরপূর্বক শ্রম প্রতিরোধক আইন’ এ মিথ্যারই ধারাবাহিকতা মাত্র। যুক্তরাষ্ট্র সিনচিয়াংকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণ করতে চায়, যে আশা কোনোদিনও পূরণ হবে না। (ওয়াং হাইমান/আলিম/ছাই)