ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2022-07-06 19:18:33

ঢাকা, জুলাই ৬ : ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


আইটি উদ্যোক্তাদের বিকাশ এবং ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার জন্য জ্ঞান-ভিত্তিক অর্থনীতি সম্প্রসারণ করার ইনকিউবেটরের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ইনকিউবেটরের মধ্যে স্টার্ট আপ এবং ব্যবসার জন্য একটি সম্পূর্ণ উদ্ভাবনী ইকো-সিস্টেম রয়েছে, যা প্রায় ২২০ উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী, ফ্রিল্যান্সার এবং সম্ভাব্য স্টার্টআপকে মেন্টরশিপের পাশাপাশি আর্থিক ও লজিস্টিক পরিষেবা প্রদান করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একে 'স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের অন্যতম চাবিকাঠি হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।


তানজিদ/শান্তা