গমের খড়ের তৈরি শৌখিন চিত্রকর্ম
2022-07-06 18:50:42

শান তুং প্রদেশ হচ্ছে চীনের দ্বিতীয় বৃহত্তম গম উত্পাদন এলাকা। এবারের গ্রীষ্মকালীন গম কাটা মাত্র শেষ হয়েছে। শান তুং প্রদেশের লিয়াও ছেং শহরের কাও থাং জেলার সুন চুয়াং গ্রামের সুন ইউয়ু রং-সহ ৭-৮ জন কৃষক গমের খড় বাছাইয়ে ব্যস্ত আছেন। তারা চাও ই চাই নামে একটি স্টুডিও’র কর্মী এবং তারা গমের খড় দিয়ে চিত্রকর্ম তৈরি করেন।

 

সুন ইউয়ু রং জানিয়েছেন, ফসল কাটা সবেমাত্র শেষ হয়েছে। এ সময়ে গমের খড় বড় আকারের চিত্রকর্ম তৈরির জন্য সবচেয়ে ভাল। কারণ এখন গমের খড়  লম্বা, হালকা ও নরম থাকে। সুন ইউয়ু রং নিজে ৪,০০০ বর্গমিটার জমিতে গম চাষ করেছেন। চলতি বছর তার জমিতে ৩.৬ টন গম হয়েছে। তা গত বছরের তুলনায় ৬০০ কেজির বেশি। এছাড়া, তিনি গমের খড় দিয়ে তৈরি চিত্রকর্ম বিক্রি করে আরও ২,০০০ ইউয়ান উপার্জন করতে পারবেন। তাই ষাট বছর বয়সি সুন ইউয়ু রংয়ের খুব ভাল লাগছে।

 

গমের খড় কৃষি বর্জ্য। তবে, কৃষকরা এ বর্জ্য দিয়ে শিল্পকর্ম তৈরি করেন। সাধারণ মানুষের চোখে যা বর্জ্য, তা-ই কৃষক-শিল্পীর হাতে সৌখিন চিত্রকর্মে পরিণত হয়। লি চি মেই, গমের খড়ের চিত্রকর্ম শিল্পের উত্তরাধিকারী। আগে তিনি শুধু নিজের শখ হিসেবে বিরতির সময়ে কিছু চিত্রকর্ম তৈরি করতেন। কিন্তু ২০১৮ সাল থেকে কাও থাং জেলা সরকার ও উপজেলা সরকার তাকে গ্রামীণ সংস্কৃতি  উদ্যোক্তা হিসেবে নিয়োগ করেছে। ফলে তিনি স্থানীয় গমের খড়ের চিত্র শিল্প উন্নয়নে কাজ করছেন।  বাসায় বসে গমের খড়ের চিত্র তৈরি করতে উত্সাহ দেয় সরকার এবং তাকে আঙুলের অর্থনীতি বলে ডাকা হয়।

 

উপজেলা সরকার লি চি হাই’র জন্য দুটি স্টুডিও সরবরাহ করেছে  এবং সেখানে তিনি বিনামূল্যে স্থানীয় কৃষকদের গমের খড়ের চিত্র তৈরি শিখিয়েছেন।

 

লি চি হাই বলেন, গমের খড়ের চিত্র শিল্পে রয়েছে চাইনিজ পেইন্টিং, প্রিন্টমেকিং, পাইরোগ্রাফি, কাগজ কাটাসহ নানা শিল্পের উপাদান। পাশাপাশি, এটি তৈরির ১২টি ধাপ রয়েছে। গমের খড় বাছাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রতিবছর গম কাটার পর সুন চুয়াং গ্রামের শিল্পীরা গম ক্ষেতে মনযোগ দিয়ে খড় বাছাই করেন। একবছরের জন্য যথেষ্ট খড় সংগ্রহ করেন তারা। গমের খড়কে মসৃণ এবং উপযুক্তভাবে বেধে লোহা দিয়ে চ্যাপ্টা করেন। যাতে একে খড়ের চিত্রকর্ম তৈরিতে ব্যবহার করা যেতে পারে।

 

ষাট বছর বয়সি কৃষক ছু কুয়াং ছিন গত বছর থেকে লি চি হাই’র কাছ থেকে গমের খড়ের চিত্রকর্ম তৈরি শিখেন। এখন তিনি নিজে পিআনি ফুল ও ঈগলসহ নানা চিত্রকর্ম তৈরি করতে পারেন। তিনি বলেন, এখানে বিনামূল্যে একটি নৈপুণ্য শিখতে পারি। এমনকি একদিনে আমার তৈরি চিত্র থেকে আমি ৫০ ইউয়ান পর্যন্ত উপার্জন করি, তখন খুব ভাল লাগে।

 

 ফুল, পাখি, মাছ, মানুষ বা অন্য দৃশ্য তথা সবকিছু গমের খড় দিয়ে বানানো যায়। বর্তমানে একটি গমের খড়ের চিত্রের দাম ছোটটা ১০০ ইউয়ান, মাঝারি আকারেরটি ১,০০০ ইউয়ান এবং সবচেয়ে বড়টা ৩,০০০-৬,০০০ ইউয়ান। সুন চুয়াং গ্রাম ইন্টারনেটে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে গমের খড়ের চিত্রকর্ম তৈরির প্রক্রিয়া এবং শিল্পকর্ম সবাইকে প্রদর্শন করে। পাশাপাশি, দশর্করা লাইভ অনুষ্ঠানে অর্ডার দিতে পারেন। জানা গেছে, চলতি বছরের শেষ সময় পর্যন্ত অর্ডার নেওয়া হয়ে গেছে।(শিশির/এনাম/রুবি)