‘ভালোবাসা নার্সিসাসের মত’
2022-07-06 09:10:38

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ছিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চাং ছিয়ান, ১৯৯৬ সালের ২৭ অগাস্ট চীনের কানসু প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী এবং একজন অভিনেত্রী।

 

২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি তিনি এসএনএইচ নামে সংগীত ব্যান্ডে যোগ দেন। একই বছরের ২৩ মার্চ তিনি ‘স্বপ্নের পতাকা’ নামের অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

বন্ধুরা, এখন শুনুন চাং ছিয়ানের গান ‘ভালোবাসা নার্সিসাসের মত’। গানের কথায় বলা হয়, তুমি বলো, আমি নার্সিসাসের মত ঠান্ডা। শীতকালে আমার হাসিমুখ দেখতে পাবে। তুমি বলো, আমি রূপকথার অপেক্ষা করি। তবে তা কখনই সত্য হতে পারে না। তোমার জন্য নিজেকে পরিবর্তন করবো, গ্রীষ্মকালে ফুটে থাকবো। ভুলে যাবো না, আমি ঠিক সেই নার্সিসাস, শীত্কালের নার্সিসাস।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন চাং ছিয়ানের গান ‘আলো’। গানের কথায় বলা হয়, আমি বিশ্বাস করি, ভবিষ্যত আমাকে একটি স্বপ্নের পাখা দেবে, যদিও তা ব্যর্থতার ব্যথা, আমাকে আহত করেছে বার বার। তবে আমি বিশ্বাস করি, আলো ঠিক সামনের দিকে অপেক্ষা করছে। তুমি শুনতে পারো, ভবিষ্যতে আমার প্রশংসার কথা।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং ছিয়ানের গান ‘সেতুর কাছে সেই মেয়ে’। গানের কথায় বলা হয়, উষ্ণ আলোয়, কোন পরিবারের মেয়ে, আমি সেই ছোট সেতুতে হাঁটি, তুমি সঙ্গীত বাজিয়ে দুঃখের কথা জানাও। সেতুর কাছে গান গাওয়া সেই মেয়ে, তোমার অস্ত্র কেন আসে। তুমি বলো, একজন বাইরে চেষ্টা করে, জন্মস্থানের মিস করে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন চাং ছিয়ানের গান ‘আমার এই জীবন’। গানের কথায় বলা হয়, আহত হলে কাউকে বলতে পারি, নিজেকে খুশি করছি। এই জীবন আমাকে মনে করিয়ে দেয়, অন্তত আমি জীবিত আছি। এই জীবন আমাকে পরিশ্রম করার তাগিদ দেয়, আমার ঘাম যেন এক ট্রেনের মত বেশি। অস্ত্রও ট্রেনের মত লম্বা, যৌবন বেশি নেই, স্বপ্ন তবে ঘুমিয়ে পড়েছে। এই জীবনে আমি আনন্দিত নই, কে আমাকে বুঝতে পারে, কে আমাকে ছাতা দেবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ছিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)