‘মেকং ও লানছাং নদীসংশ্লিষ্ট ৬টি দেশকে সাথে নিয়ে উন্নয়নের পথে হাঁটবে চীন’
2022-07-06 11:14:52

জুলাই ৬: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মেকং ও লানছাং নদীসংশ্লিষ্ট ৬টি দেশকে সাথে নিয়ে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায়, এতদঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে চীন। আর এর উদ্দেশ্য হবে, এসব দেশের অর্থনীতির গুণগত মানসম্পন্ন উন্নয়ন নিশ্চিত করা।

মুখপাত্র আরও বলেন, মেকং নদীসংশ্লিষ্ট দেশগুলোর সাথে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছে চীন। গত এক বছরে সংশ্লিষ্ট দেশগুলোকে ২০ কোটি ডোজ কোভিড-১৯ টিকা সরবরাহ করেছে চীন। তা ছাড়া, গত বছর দেশগুলোর সাথে চীনের বাণিজ্য ৩৯৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি।

উল্লেখ্য, সম্প্রতি মেকং নদীসংশ্লিষ্ট দেশগুলোর সপ্তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংশ্লিষ্ট সহযোগিতামূলক পরিকল্পনার কথা ঘোষণা করেন। পরিকল্পনায় কৃষি, জলসেচ, ডিজিটাল অর্থনীতি, মহাকাশ-গবেষণায় সহযোগিতা, দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)