ভারতকে চীনা শিল্পপ্রতিষ্ঠানের জন্য বৈষম্যহীন বাণিজ্যিক পরিবেশ সৃষ্টির আহ্বান চীনের
2022-07-06 20:07:20


জুলাই ৬: ভারত সরকারের সংশ্লিষ্ট বিভাগ সেদেশে অবস্থানরত চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভোর একাধিক উত্পাদন ও বিক্রয় স্থানে পরীক্ষা চালিয়েছে। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতকে  সেদেশে অবস্থানরত চীনা শিল্পপ্রতিষ্ঠানসমূহের জন্য বৈষম্যহীন বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানায় চীন। 


তিনি বলেন, ‘এ ঘটনার উপর চীন ঘনিষ্ঠভাবে নজর রাখছে। আমরা আশা করি, ভারত আইন অনুসারে কার্যক্রম চালাবে এবং সত্যিকারার্থে চীনা শিল্প্রতিষ্ঠানের ভারতে বিনিয়োগের ন্যায্য, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন বাণিজ্যিক পরিবেশ প্রদান করবে’।

 

(আকাশ/এনাম/শিশির)