ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রটোকল স্বাক্ষরিত
2022-07-06 15:49:21

জুলাই ৬: ন্যাটোর ৩০টি সদস্য দেশের প্রতিনিধিদের গতকাল (মঙ্গলবার) ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রটোকল স্বাক্ষরের মাধ্যমে ন্যাটোর উত্তর দিকে সম্প্রসারণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

 

এদিন ব্রাসেলসের ন্যাটো সদরদপ্তরে এই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। ফিনল্যান্ড ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পরে ন্যাটো মহাসচিবের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে কথা বলেন।

 

জোটনিরপেক্ষ নীতি মেনে চলতো ফিনল্যান্ড ও সুইডেন। তবে, চলতি বছরের মে মাসে দেশ দুটি ন্যাটোতে যোগদানের আবেদন করে। নিয়ম অনুযায়ী, সবসদস্যের সম্মতি ক্রমে নতুন সদস্যকে গ্রহণ করতে পারে ন্যাটো।

 

(শিশির/এনাম/ আকাশ)