চীন সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য একেবারেই অবান্তর
2022-07-06 18:51:53

জুলাই ৬: সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা আসল ঘটনা উপেক্ষা এবং সাদাকে কালো হিসেবে চালিয়ে দেয়া বৈ আর কিছুই নয়। এটি স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং আদর্শগত পক্ষপাতপূর্ণ। এর তীব্র বিরোধিতা করে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

 

জানা গেছে, সম্প্রতি ন্যাটো পাবলিক ফোরামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলাকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র সংর্ঘষ চায় না, তবে আন্তর্জাতিক সুশৃঙ্খলা নিশ্চিতে চেষ্টা করছে।

 

এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, ন্যাটো সংর্ঘষ চায় না, তা মিথ্যা কথা এবং আসল ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ন্যাটোর ইতিহাস হল ক্রমাগত সংঘাত সৃষ্টি এবং যুদ্ধ পরিচালনার ইতিহাস। চীন ন্যাটোর জন্য পদ্ধতিগত চ্যালেঞ্জ নয়, বরং ন্যাটো ক্রমাগত বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য পদ্ধতিগত চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

 

তিনি বলেন, চীন কখনো অন্য দেশে আগ্রাসন চালায়নি এবং সামরিক গোষ্ঠী গঠন বা তাতে অংশগ্রহণও করেনি। যুক্তরাষ্ট্র গোষ্ঠী সংঘর্ষ উস্কানি দিতে যা বলছে এবং করছে, তা সফল হবে না।

 

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কথিত নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা আসলে সংখ্যালঘু দেশের তৈরি গ্রুপের নিয়ম এবং আমেরিকান আধিপত্যের সেবক। দেশের আইনকে আন্তর্জাতিক আইনের ওপরে রেখে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। (শিশির/এনাম/আকাশ)